নারীর সুস্থতা মানেই পরিবারের সুস্থতা। নারীদের দৈনন্দিন ও সাধারণ স্ত্রীরোগ যেমন অনিয়মিত মাসিক, সাদা স্রাব, সংক্রমণ, বন্ধ্যাত্ব, গর্ভনিরোধের পদ্ধতি ইত্যাদি “স্ত্রীরোগ চিকিৎসা-ওষুধ” বইটিতে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি গর্ভাবস্থায় মা ও শিশুর যত্ন, প্রসবকালীন জটিলতা মোকাবিলা এবং প্রসবোত্তর পরিচর্যা সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে। বইটির বিশেষত্ব হলো— এতে প্রচলিত ওষুধের নাম, ব্যবহারবিধি ও প্রাথমিক চিকিৎসার নির্দেশনা সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে, যা গ্রামীণ স্বাস্থ্যকর্মী, পল্লীচিকিৎসক ও সচেতন নারীদের জন্য সমানভাবে উপকারী। তবে গুরুতর জটিলতার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও বইটিতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে, নারীস্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়াতে ও প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান প্রসারে এই বইটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
এতে কি আছে ?
প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ চিকিৎসার জন্য কয়েকটি বিশেষ ধরনের ওষুধ রয়েছে যা বিশেষজ্ঞ চিকিৎসকদের দৈনন্দিন Practice-এ অতি প্রয়োজনীয়। অর্থাৎ সাধারণ স্ত্রীরোগের ক্ষেত্রে ডাক্তারগণ সাধারণত এই সকল ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। গবেষণার মাধ্যমে শুধুমাত্র সেই সকল ওষুধের সামগ্রিক তথ্যাবলি, বিশ্ব বিখ্যাত মেডিক্যাল জার্নাল থেকে সেই সকল ওষুধের স্টাডি, রোগ নির্ণয় পদ্ধতি এই বইয়ে উল্লেখ করা হয়েছে।
একই সাথে সাধারণ স্ত্রীরোগসমূহ বিষয়ে বিস্তারিত তথ্য যেমনঃ রোগের বর্ণনা, লক্ষণ, উপসর্গ, প্রতিরোধমূলক ব্যবস্থা, চিকিৎসা পদ্ধতিসহ অতি গুরুত্বপূর্ণ তথ্য সুনিপুনভাবে লিপিবদ্ধ হয়েছে যাতে সাধারণ স্বাস্থ্য সচেতন নারীরা তাদের রোগ জটিল হওয়ার আগেই প্রতিরোধ করতে সক্ষম হন।
যে কারণে পাঠকের জন্য "স্ত্রীরোগ চিকিৎসা ওষুধ" বইটি সহজবোধ্য:
চিকিৎসা বিজ্ঞান যতটা জটিল বিষয় ঠিক তেমনি সরল যদি তা সহজবোধ্যভাবে গ্রহণ করা যায়। যেকোনো বইকে সহজবোধ্য করার জন্য Formatting একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ‘স্ত্রীরোগ চিকিৎসা ওষুধ’ বইটি সহজবোধ্য করার লক্ষ্যে বাংলা ভাষার পাশাপাশি Infographic Presentation-এর মাধ্যমে তথ্যগুলোকে সুনির্দিষ্টভাবে সুবিন্যস্ত করা হয়েছে যাতে সকল শ্রেণীর স্বাস্থ্য সচেতন মানুষ সহজেই বুঝতে পারে। “স্ত্রীরোগ চিকিৎসা ওষুধ’ বইটি বাংলাদেশের সকল নারীদেরকে স্বাস্থ্য সচেতন করে বিভিন্ন রোগ ও রোগের জটিলতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এক নজরে "স্ত্রীরোগ চিকিৎসা ওষুধ" :
- কাউন্সেলিং ও ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে রোগ নির্ণয়।
- সাধারণ স্ত্রীরোগ সম্পর্কে ধারণা ও চিকিৎসা।
- নারীদের অনিয়মিত ঋতুস্রাব ও অতিরিক্ত মাসিক স্রাব সম্পর্কে সম্যক ধারণা।
- গর্ভকালীন শিক্ষা ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা সম্পর্কে সম্যক ধারণা।
- এক নজরে গর্ভাবস্থা (০ থেকে বাচ্চা প্রসবের পূর্ব পৰ্যন্ত)
- জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি
- স্ত্রীরোগের সাধারণ ওষুধসমূহ