Your Trusted Partner in Health Awareness & Wellness

শিশুরোগে চিন্তা নয়, হোক আগে থেকেই প্রস্তুতি!

অন্যের পরামর্শ নয়, সঠিক তথ্যেই হোক শিশুর যত্ন!

Quoate

শিশুর সুস্থতা কেবল ভালোবাসা দিয়ে নয়-দরকার জ্ঞান আর সচেতনতা!

শিশু স্বাস্থ্য খণ্ড বইটি কেন প্রয়োজন

শিশুর প্রতিটি অসুস্থতায় সচেতনতা জরুরি শিশু খণ্ড এই বইটি আপনার শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

একজন ফার্মাসিস্টের কাছে অনেক অভিভাবক ও রোগী ছোটখাটো শিশুস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পরামর্শ চান। এই বইয়ের জ্ঞান তাকে চিকিৎসকের নির্দেশনার বাইরে গিয়ে নয়, বরং সচেতনতা ও সঠিক ধারণা দিতে পারার যোগ্যতা তৈরি করে।

অভিভাবকরা যখন শিশুদের ছোটখাটো সমস্যায় ফার্মেসিতে আসে, তখন আপনি এই বইয়ের বিজ্ঞানভিত্তিক জ্ঞান দিয়ে সুপরামর্শ ও কার্যকরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবেন।

ফার্মেসিতে এই বইটির সহযোগিতায় শিশুরোগ চিকিৎসায় নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারবেন — যা আপনাকে একজন প্রফেশনাল ও সেবাপরায়ণ ফার্মেসি টেকনিশিয়ান-এ পরিণত করবে।

একজন দক্ষ ফার্মাসিস্ট সবসময় রোগীর মন জয় করতে পারেন। এই ছোট বইটির মাধ্যমে শিশুস্বাস্থ্যবিষয়ক জ্ঞান বাড়িয়ে হয়ে উঠুন আরও বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য।

শিশুদের জন্য ডোজ নির্ধারণ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, কিভাবে শিশুদের সম্ভাব্য রোগ প্রতিরোধ করা যায় ইত্যাদি বিষয় বইটিতে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি একজন ফার্মাসিস্টকে শিশুর জন্য নিরাপদ ওষুধ ব্যবহার স্বাস্থ্যসেবায় আরও দক্ষ করে গড়ে তুলবে।

শিশু স্বাস্থ্য খণ্ড বইটির বৈশিষ্ট্য

  • ‘শিশু স্বাস্থ্য খণ্ড’ বইটিতে শিশুস্বাস্থ্যবিষয়ক জ্ঞান এবং শিশু স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পর্কিত সার্বিক তথ্যাবলি উপস্থাপন করা হয়েছে।

  • সাবলীল বাংলা ভাষায় রচিত বলে সব শ্রেণীর ফার্মেসি টেকনিশিয়ানরা সহজেই বুঝতে পারে।

  • শিশুর পরিচর্যা, পুষ্টি ও ওষুধ সংক্রান্ত সতর্কতাসহ প্রয়োজনীয় সব তথ্য ‘শিশু খণ্ড’-এ একত্রিত।

  • যখন এই সম্পর্কিত যেকোনো বিষয় জানার প্রয়োজন হয়, তখন এই খণ্ডটি আপনাকে সহায়তা করবে।

  • রঙিন ছবি দিয়ে অফসেট পেপারে সম্পূর্ণ বইটি কালার প্রিন্ট যা সহজেই পড়তে ও বুঝতে পারা যায়।

  • বইটি কেনার আগে কিছু পেজ পড়ে দেখার সুব্যবস্থা।

Al Amin

মো: আল-আমিন ১৯৮৪ সালে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কানুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে বি.ফার্ম. ও ২০০৯ সালে এম.ফার্ম. ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশে প্রথম ফার্মাসিউটিক্যাল সাইন্সে গাইড বইয়ের প্রবর্তক হিসেবে তাঁর খ্যাতি সমাদৃত। বাংলাদেশের প্রতিষ্ঠিত দুটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি-পপুলার ফার্মাসিউটিক্যালস লি. এবং ওরিয়ন ফার্মা. লি.-এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছয় বছরের অধিক সময় ধরে তিনি কর্মরত ছিলেন। ২০১০ সালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের জন্য ‘AIM’ নামে তাঁর প্রথম বইয়ের আত্মপ্রকাশ ঘটে। ২০১৩ সালে বাংলাদেশে প্রথম তিনি-ই গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ও ফার্মাসিউটিক্যাল সেলস ফোর্সদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য “Al-Amin Pharmacy Professional Program (APPP)” নামে একটি ট্রেনিং একাডেমির সূচনা করেন এবং বাংলাদেশের অনেক স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে External Sales Trainer হিসেবেও অসংখ্য ফার্মাসিউটিক্যাল সেলস ফোর্সদের প্রশিক্ষণপ্রাপ্ত করেন। তিনি ২০১৬ সালে ‘The Pharma 360’ নামে একটি Medical Research Center প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের কাজ মূলত ফার্মাসিউটিক্যাল ও মেডিকেল পাবলিকেশন, ফার্মা ও হেলথ ইন্ডাস্ট্রির সাথে প্রযুক্তির সমন্বয় সম্পর্কিত গবেষণা করা। বর্তমানে তিনি সেখানে গবেষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন। বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশেষজ্ঞ প্রফেসরদের সাথে একযোগে তাঁর প্রায় ১২টির মত ওষুধ ও স্বাস্থ্য বিষয়ক বই তাঁর-ই সম্পাদনায় প্রকাশিত হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। তাঁর লেখা এই সকল বই প্রতিনিয়ত বাংলাদেশের অসংখ্য মানুষ পড়ে উপকৃত হচ্ছে এবং স্বাস্থ্য সচেতন হচ্ছে। উল্লেখ্য, তিনি Covid-19 চলাকালীন সময়, ইমেরিটাস প্রফেসর ডাঃ এবিএম আব্দুল্লাহ’র ‘Covid-19, Guideline Expert Insights Global Research’ বইয়ের সহ-লেখক হিসেবেও কাজ করেন।

FAQ

যারা ইতোমধ্যে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন, যারা ফার্মেসি নতুনভাবে দিতে চান অথবা যারা আরও আগে থেকেই ফার্মেসি বিজনেসের সাথে জড়িত- তাদের সবার জন্য খুবই উপকারী।

জি, অবশ্যই বুঝবেন। বইটি সহজ বাংলা ভাষায় রচিত বলে সকল শ্রেণীর মানুষের কাছেই অত্যন্ত গ্রহণযোগ্য এবং বোধগম্য।

বাংলাদেশের স্বনামধন্য মেডিকেল লেখক, গবেষক এবং ওষুধ বিশেষজ্ঞ মোঃ আল-আমিন কর্তৃক রচিত।

অনলাইনে অর্ডার করলেই আপনার ঠিকানায় দ্রুত ডেলিভারি দিয়ে দেওয়া হবে।
ফোনে অর্ডার করতে কল করুনঃ 09613-758545

পাঠক অনুভূতি

Scroll to Top
0